প্রসূতি/মাতৃত্বকালীন ছুটির বিধানাবলী
১। মাতৃত্বকালীন ছুটির সর্বশেষ বিধান
প্রজাতন্ত্রের কর্মে ছয় মাসের কম বয়সী সন্তান নিয়েও নারীগণ চাকরিতে [প্রথম নিয়োগের ক্ষেত্রে] যোগদান করলে তারা পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ বিষয়ে ২১ এপ্রিল ২০২১ তারিখে অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) প্রবিধি অনুবিভাগ প্রবিধি শাখা-১ কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে।
উক্ত গেজেটের এস.আর.নং ৯৩-আইন/২০২১ এ বিধানে বলা হয়েছে যে, ৬(ছয়) মাসের কম বয়সী শিশুসহ প্রজাতন্ত্রের কর্মে যোগদান করা নারী কর্মচারি তাঁর সন্তানের বয়স ৬মাস অতিক্রান্ত হওয়া পর্যন্ত পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।
২। মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাসে উন্নীতকরণ
২০১১ সালের ৯ জানুয়ারি Bangladesh Service Rules এর ধারা-১৯৭ এর উপধারা-১ তে সংশোধনী এনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ পুর্ণ বেতনে ৪ মাস থেকে ৬ মাসের উন্নীত করা হয়েছিল।১৯৯৮ সালের পূর্বে প্রসূতি/মাতৃত্বকালীন ছুটি্র মেয়াদ ৩মাস ছিল।
৩। বিভিন্ন সময়ে বাংলাদেশ সার্ভিস রুলস প্রতিস্থাপিত হওয়া ফলে মাতৃত্বকালীন ছুটির বিধানসমূহ এমন-
ক) নতূন বিধান অনুযায়ি ৬(ছয়) মাসের কম বয়সী শিশুসহ প্রজাতন্ত্রের কর্মে যোগদান করলেও নারী কর্মচারি তাঁর সন্তানের বয়স ৬মাস অতিক্রান্ত হওয়া পর্যন্ত পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।
খ) প্রজাতন্ত্রের কর্মচারি্র মাতৃত্বকালীন/প্রসূতি ছুটির মেয়াদ ৬ (ছয়) মাস।
গ)একজন প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে গর্ভবতী হওয়ার স্বপক্ষে প্রমানাদি (ডাক্তারী সনদ) নিয়ে আবেদন করলেই প্রসূতি/মাতৃত্বকালীন ছুটি ভোগ করা যাবে।
ঘ) সমগ্র চাকরি জীবনে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আপনি দুইবারের বেশি মাতৃত্বকালীন/প্রসূতি ছুটি প্রাপ্য হবেন না।
ঙ) মাতৃত্বকালীন/প্রসূতি ছুটি কাটালেও অন্যান্য প্রাপ্য ভোগ করা যাবে।
চ) মাতৃত্বকালীন/প্রসূতি ছুটিতে থাকলেও পূর্ণ বেতন প্রাপ্য হবেন।
ছ) অস্থায়ী সরকারি কর্মচারী অথবা মহিলা শিক্ষানবীশ পার্ট-টাইম মহিলা ল’অফিসার (Lady Apprentices)তারাও প্রসূতি ছুটি প্রাপ্য হবেন।
পিডিএফ আকারে প্রসূতি বা মাতৃত্বকালীন ছুটির বিধানাবলী দেখুন
বিশ্বের বিভিন্ন দেশ অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি
উৎসঃwww.worldpopulationreview.com
দেশের নাম
সপ্তাহ মেয়াদী
বুলগেরিয়া
58.60
গ্রিস
43
যুক্তরাজ্য
39
স্লোভাকিয়া
34
ক্রোয়েশিয়া
30
চিলি
30
চেক প্রজাতন্ত্র
28
আয়ারল্যান্ড
26
হাঙ্গেরি
24
ইতালি
21.70
লুক্সেমবার্গ
20
এস্তোনিয়া
20
পোল্যান্ড
20
অস্ট্রেলিয়া
18
নিউজিল্যান্ড
18
ডেনমার্ক
18
সাইপ্রাস
18
রোমানিয়া
18
মাল্টা
18
লিথুয়ানিয়া
18
ফিনল্যান্ড
17.50
কোস্টারিকা
17.30
কানাডা
16
তুরস্ক
16
লাটভিয়া
16
ফ্রান্স
16
অস্ট্রিয়া
16
নেদারল্যান্ডস
16
স্পেন
16
বেলজিয়াম
15
স্লোভেনিয়া
15
ইসরাইল
15
সুইজারল্যান্ড
14
জাপান
14
জার্মানি
14
আইসল্যান্ড
13
নরওয়ে
13
সুইডেন
12.90
দক্ষিণ কোরিয়া
12.90
মেক্সিকো
12
পর্তুগাল
6
যুক্তরাষ্ট্র
12
বিশ্বের বিভিন্ন দেশ অনুযায়ী মাতৃত্বকালীন ছুটিউৎসঃwww.worldpopulationreview.com |
|
দেশের নাম |
সপ্তাহ মেয়াদী |
বুলগেরিয়া |
58.60 |
গ্রিস |
43 |
যুক্তরাজ্য |
39 |
স্লোভাকিয়া |
34 |
ক্রোয়েশিয়া |
30 |
চিলি |
30 |
চেক প্রজাতন্ত্র |
28 |
আয়ারল্যান্ড |
26 |
হাঙ্গেরি |
24 |
ইতালি |
21.70 |
লুক্সেমবার্গ |
20 |
এস্তোনিয়া |
20 |
পোল্যান্ড |
20 |
অস্ট্রেলিয়া |
18 |
নিউজিল্যান্ড |
18 |
ডেনমার্ক |
18 |
সাইপ্রাস |
18 |
রোমানিয়া |
18 |
মাল্টা |
18 |
লিথুয়ানিয়া |
18 |
ফিনল্যান্ড |
17.50 |
কোস্টারিকা |
17.30 |
কানাডা |
16 |
তুরস্ক |
16 |
লাটভিয়া |
16 |
ফ্রান্স |
16 |
অস্ট্রিয়া |
16 |
নেদারল্যান্ডস |
16 |
স্পেন |
16 |
বেলজিয়াম |
15 |
স্লোভেনিয়া |
15 |
ইসরাইল |
15 |
সুইজারল্যান্ড |
14 |
জাপান |
14 |
জার্মানি |
14 |
আইসল্যান্ড |
13 |
নরওয়ে |
13 |
সুইডেন |
12.90 |
দক্ষিণ কোরিয়া |
12.90 |
মেক্সিকো |
12 |
পর্তুগাল |
6 |
যুক্তরাষ্ট্র |
12 |
0 Comments